গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মী আটক

গাজীপুর জেলা শহরের শিববাড়ী এলাকায় ইউরো-বাংলা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের ৩৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি পেট্রলবোমা ও বেশ কিছু সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, গাজীপুর জেলা শহরের শিববাড়ী এলাকায় ইউরো-বাংলা রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী জমায়েত হয়ে সরকারবিরোধী গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসানসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি পেট্রলবোমা এবং বেশকিছু লিফলেটও উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে তাঁদের।
রেজাউল হাসান আরো জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিগত হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার মামলার আসামিও রয়েছেন।
মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এস এম সানাউল্লাহ এনটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে তাঁদের কিছু নেতা-কর্মী একটি চা-চক্রে মিলিত হন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে আটক করে নিয়ে যায়। তাঁদের কাছে কোনো পেট্রলবোমা ও লিফলেট ছিল না। পুলিশ পরিকল্পিতভাবে তাঁদের আটক ও ওই সব বোমা-লিফলেট উদ্ধার দেখিয়েছে।