নবীনগরে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের জগন্নাথপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আজ বুধবার রাতে উপজেলার জগন্নাথপুরের সাবেক মেম্বার সেন্টু মিয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের আবদুল হক (৪০) ও কাজুলিয়া গ্রামের ইয়াছিন (৪৫)।
ওসি জানান, ডাকাতির সময় লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। তারা দুজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এ সময় গণপিটুনিতে দুই ডাকাত গুরুতর আহত হয়। নবীনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আবদুল হকের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৯টি মামলা রয়েছে।