ফের রিমান্ডে রিজভী

রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। এ নিয়ে তাঁকে তিন দফায় ১৩ দিনের রিমান্ডে নিল পুলিশ।
বার্তা সংস্থা বাসস জানায়, আদালতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করে দুষ্কৃতকারীরা। পেট্রলবোমার আগুনে দগ্ধ হন বাসের ৩০ জন যাত্রী। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও তিনজন মহিলা ছিলেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান ২৪ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপির আরো ১৮ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এরই মধ্যে যাত্রাবাড়ীতে পেট্রলবোমা হামলার শিকার নূরে আলম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রিজভী আহমেদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের আদেশে তিন দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। রাজধানীর গুলশানের বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রাতে রিজভীকে গ্রেপ্তার করে র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।