সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান বার্নিকাটের

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত স্টিফেনস ব্লুম বার্নিকাট আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। ছবি : এনটিভি
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিফেনস ব্লুম বার্নিকাট দেশের বর্তমান পরিস্থিতিকে ‘চরম মর্মান্তিক অবস্থা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন বার্নিকাট ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বার্নিকাট।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কীভাবে দুই দেশের সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বার্নিকাট বলেন, ‘সম্পর্ক উন্নয়নে আমরা উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ।’