মাদারীপুরে হাইটেক পার্কের নির্মাণকাজ শিগগির : পলক

পদ্মা সেতুর মাদারীপুরের শিবচর অংশের ৭০ একর জায়গায় শিগগির দেশের প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আজ শনিবার দুপুরে শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি উপজেলার কুতুবপুরে ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে মোট ২৮টি আইটি পার্ক নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় দেশ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী। আরো বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
সম্মেলনে রাজীব ঢালীকে সভাপতি ও আসিফ মাদবরকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ এবং হাবিব বেপারিকে সভাপতি ও সৌরভ রায়কে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।