ভোটে এসে জনপ্রিয়তা পরীক্ষা করুন, বিএনপিকে শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির উদ্দেশে বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এসে জনপ্রিয়তা পরীক্ষা করে দেখুন। আর নির্বাচনে না এলে বিএনপির নাম-ঠিকানা থাকবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া খালের ওপর নবনির্মিত সেতু উদ্বোধন উপলক্ষে কাজুলিয়া পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।
গোপালগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য বলেন, নির্বাচনে না এলে মুসলিম লীগের থেকেও খারাপ অবস্থা হবে বিএনপির, নিবন্ধন বাতিল হবে।
কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, কাজুলিয়া পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।