কুড়িগ্রামে দেয়ালধসে ৩ শ্রমিক আহত
কুড়িগ্রাম শহরের গড়ের পাড় এলাকায় আজ শনিবার সকালে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকরা হলেন আমিনুল ইসলাম (৩৫), মর্জিনা বেগম (২৫) ও আয়েশা বেগম (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার গড়ের পাড়ের বুলেট ভিলায় তিনতলায় ভবনের নির্মাণকাজ চলার সময়ে সকালে দেয়ালধসে তিন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রমিকদের উদ্ধার করেন। আহত শ্রমিকদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটির নির্মাণকাজ বন্ধ করে দেয়।
কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়াই স্ট্যাম্প বিক্রেতা আবুল কাশেম গড়ের পাড়ে ভবন নির্মাণ করছিলেন। পৌরসভার পক্ষ থেকে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।