ভোলায় অফিসে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভোলায় কাঁচাবাজারের এক ব্যবসায়ীকে অফিসকক্ষে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মুসা (৬৫)। তিনি ভোলা শহর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বাড়ি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌমহনী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে স্থানীয় পদ্মা মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির অফিসকক্ষে প্রবেশ করেন ব্যবসায়ী মুসা। এর কিছুক্ষণ পর অফিসের সামনে এক ব্যক্তি রক্তের ছটা দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। পরে তাঁরা ঘরে ঢুকে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহত ব্যক্তির গলায় ছুরির আঘাত রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জাননা, পদ্মা মার্কেটের পেছন থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও পুলিশ সুপার মোকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ছুরির তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ক্যাশবাক্স ভাঙা পাওয়া গেছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে। হত্যাকারীদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।