কালিয়াকৈরে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত

গাজীপুরে কালিয়াকৈরে মাটিকাটা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটাপড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম উজ্জ্বল চন্দ্র বর্মণ (২২)।
মাটিকাটা রেলক্রসিংয়ের কর্মচারী শ্রী রমেশ চন্দ্র বর্মণ জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে ট্রেনে কাটাপড়ে মারা যান উজ্জ্বল। উজ্জ্বল গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়ামতলী এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, মাটিকাটা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।