ভোলায় ৫টি পেট্রলবোমা উদ্ধার

ভোলার রিজার্ভ পুকুর পাড় থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উদ্ধার করা পেট্রলবোমা। ছবি: এনটিভি
ভোলা শহরের রিজার্ভ পুকুরপাড় এলাকা থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমাগুলো উদ্ধার করে পুলিশ।
ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। নাশকতা চালানোর লক্ষ্যে এগুলো আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।