রফিউর রাব্বীর এক বছরের কারাদণ্ড
হত্যাকাণ্ডের শিকার মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বীকে চেক প্রত্যাখ্যানের মামলায় এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। এ ছাড়া তাঁকে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ এক নম্বর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী মাসুদুর রউফ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১২ সালে নগরীর চাষাঢ়ার ব্যবসায়ী জালাল উদ্দিন জমি সংক্রান্ত পাওনা ৪০ লাখ ও ৩০ লাখ টাকার দুটি চেক গ্রহণ করেন রফিউর রাব্বীর কাছ থেকে। চেক দুটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জমা দেওয়ার পর তা প্রত্যাখ্যাত হয়। এর পর তিনি রফিউর রাব্বীর বিরুদ্ধে মামলা করেন।
এ দিকে রফিউর রাব্বীর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তাঁর আইনজীবী আওলাদ হোসেন।
২০১৩ সালে ৬ মার্চ রফিউর রাব্বীর বড় সন্তান তানভীর মুহাম্মদ ত্বকীকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে হত্যা করে।