সুনামগঞ্জে দুর্নীতির মামলায় দুই স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে
সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দুর্নীতির মামলায় সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক (অব.) ডা. মো. ইকবাল হোসেন চৌধুরী ও সহকারী পরিচালক (অব.) ডা. মো. আবদুল মুনিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুই স্বাস্থ্য কর্মকর্তা সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. ইসরাইল হোসেন তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ৩ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরকারি কোটা পদ্ধতি অনুসরণ না করেই চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের সিলেটের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম বাদী হয়ে গত বছরের ২২ এপ্রিল সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন।
মামলায় সুনামগঞ্জের তৎকালীন সিভিল সার্জন ডা. মো. হারিস উদ্দিন আহমেদ, সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক (অব.) ডা. ইকবাল হোসেন চৌধুরী, সহকারী পরিচালক (অব.) ডা. আব্দুল মুনিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (অব.) মো. হালিম মিয়া, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম ও সিভিল সার্জন অফিসের সাবেক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. আব্দুল খালেককে বিবাদী করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।