ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না : ত্রাণমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/04/photo-1493918924.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, বন্যাদুর্গত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণে যেকোনো অনিয়মে সরকার শূন্য সহনশীল (জিরো টলারেন্স) দেখাবে। চালসহ অন্য ত্রাণসামগ্রী বিতরণে কোনো প্রকার অনিয়ম গ্রহণ করা হবে না।
আজ বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। হাওর এলাকা বন্যাক্রান্ত তিন লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছে মায়া বলেন, সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হাওর অঞ্চলে ৫০ হাজার জেলেকে খাদ্য সহায়তা দেবে, যারা কর্মহীন হয়ে পড়েছেন। তিনি আরো জানান, তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া মন্ত্রী বলেন, সরকার খোলা বাজারে (ওএমএস) এর মাধ্যমে চাল বিক্রি এবং ন্যায্য মূল্য কার্ড প্রোগ্রামের মাধ্যমে তারা খাদ্য সহায়তা দেবে। তিনি আরো বলেন, ভিজিডি, ভিজিএফ, ওএমএস এবং ন্যায্য মূল্য কার্ডের মাধ্যমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে হাওর এলাকায় পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।