কসবা পৌরসভার বাজেট ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মেয়র মুহাম্মদ ইলিয়াস প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আয় ধরা হয়েছে চার কোটি ১৬ লাখ ৪১ হাজার ৬৯৪ টাকা। ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৭৩ লাখ ৩২ হাজার ২৭৩ টাকা।
এ সময় কসবা পৌর সচিব আয়েশা খাতুন, পৌর প্রকৌশলী কামরুল হাসান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, পৌর কাউন্সিলর জসীম উদ্দিন আহাম্মেদ, কামাল সরকার, জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর রীনা বেগম বক্তব্য দেন।
বাজেট ঘোষণার পর মেয়র মুহাম্মদ ইলিয়াস এনটিভি অনলাইনকে বলেন, কসবাবাসীর দাবি একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমার সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। চলতি বাজেটে গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ ঠিক করা হয়েছে।