ধানক্ষেতে হাঁস যাওয়া নিয়ে প্রতিবেশীকে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় ধানক্ষেতে হাঁস যাওয়ার ঘটনাকে কেন্দ্র মো. মফিজুল ইসলাম নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি লালমোহন উপজেলার চর টেটিয়া গ্রামে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল ইসলাম।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বিকেলে মফিজুল ইসলামের হাঁস পাশের বাড়ির মো. শাজাহানের ধানক্ষেতে যায়। এ ঘটনায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মফিজুল ইসলামসহ পাঁচজনকে আহত করেন শাজাহান ও তাঁর লোকজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মফিজুল ইসলামকে রাতে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধানক্ষেতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। নিহতের লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লালমোহনে নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।