হাতকড়াসহ পালিয়েছে আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আবু সুফিয়ান সুমন (৩৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শহরের সরকারি কলেজসংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।পালিয়ে যাওয়া সুমন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, আসামি সুমনকে আজ ভোররাতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করা হয়। এর পর তাঁকে জেলা জজ আদালতে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় তিনি অটোরিকশা থেকে হাতকড়াসহ লাফিয়ে পড়ে পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল মো. মান্নান ও মো. ফজলুকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি ধরতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।