ইভিএম নিয়ে সিইসির বক্তব্য দুরভিসন্ধিমূলক : রিজভী

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য দুরভিসন্ধিমূলক ও সরকারেরই ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘নূরুল হুদা সাহেব (প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) গতকাল বলেছেন সব রাজনৈতিক দল চাইলেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। এটার একটা দুরভিসন্ধিমূলক গভীর রহস্য আছে। কারণ এর আগেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পুত্রও তিনি, তিনি বলেছেন তারপরই নির্বাচন কমিশন এটা নিয়ে বলছে। কেন যেন মনে হচ্ছে এটা একেবারে কাকতালীয় ব্যাপার নয়। এটার সঙ্গে একটা যোগসূত্র আছে। সুতরাং এ সন্দেহটি সাধারণ মানুষের, জনগণের। আমরাও এটাকে দুরভিসন্ধিমূলক বলে মনে করি।’
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রমজানের আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারদলীয় সিন্ডিকেট। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দলের পক্ষ থেকে আমাদের একটা ভিশন থাকবে। এটাই তো স্বাভাবিক। তাঁরা নিজেদের নিজেরা বোকা বানিয়েছেন। কারণ যে জিনিসটা তাঁরা দেখেন নাই, যে জিনিসটা তাঁরা পড়েন নাই, যে জিনিসটা তাঁরা জানেন না, সেটা কীভাবে ধাপ্পাবাজি হতে পারে?’
আমীর খসরু আরো বলেন, ‘কাকে অনুকরণ করবে? অনুকরণীয়তো হতে হবে কারো। দয়া করে এ ভিশনটি পড়ুন এবং এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।’
গত ১০ বছরে দেশে অনেক পিছিয়ে গেছে দাবি করে ভিশন ২০৩০ মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।