চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনোয়ারুল ইসলামকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল নয়াদিয়াড়িতে স্কুলের পাশে অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হামলা, রাষ্ট্রীয় কাজে বাধাসহ নাশকতার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।