মাগুরায় ককটেলসহ যুবক আটক

মাগুরার ইছাখাদা বাজার থেকে দুটি ককটেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাজু মিয়া (২৫) সদর উপজেলার জথপাড়া গ্রামের সিরাজ কসাইয়ের ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইছাখাদা বাজার থেকে নাশকতার চেষ্টাকালে রাজু আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ আটক রাজুকে বিএনপির কর্মী বললেও তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পরিবার।