সাভারে জামায়াতের সমর্থক সন্দেহে গ্রেপ্তার ৩

সাভার পৌর এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর এলাকার ডগরমোড়ায় অবস্থিত জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন উদ্দিন (৪২), ভাইস প্রিন্সিপাল হারুন-অর-রশীদ (৩৮) ও সাভার উপজেলাসংলগ্ন জে কে গার্মেন্টসের শ্রমিক ফজলুল হক (৩৮)।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার মূল ক্যাম্পাসের সপ্তম তলার বাসা থেকে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়। সাভার বাজার রোডের ট্রাস্ট মসজিদসংলগ্ন সবুজবাগ থেকে পোশাকশ্রমিক ফজলুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।