রমজানে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান প্রধান বিচারপতির

আসন্ন রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি জেলা ম্যাজিস্ট্রেটদের প্রতি এ আহ্বান জানান।
জেলা পর্যায়ে সহকারী কমিশনারদের (এসি, ল্যান্ড) মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। আর তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদেরও নির্দেশ দেন তিনি। এ সময় বিভাগকে সঙ্গে রেখেই আইন প্রণয়নের কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, উন্নয়ন প্রকল্পের ১০০ টাকার মধ্যে ৪০ টাকার কাজ হয়।
টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মো. রবিউল হাসান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা খানম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।