গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হাবিবুর রহমান জানান, একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় কালিয়াকৈর উপজেলার সূত্রাপার গ্রামে অবৈধভাবে বহু পরিবার গ্যাস সংযোগ নিয়েছে-এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত এক কিলোমিটার দীর্ঘ গ্যাসের পাইপলাইন তুলে ফেলা হয়।
এতে প্রায় দুই শতাধিক পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এ সময় পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনজুর রহমান, বরুণ কুমার রায়, আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।