মানিকগঞ্জে ট্রাক উল্টে খাদে, সহকারী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের উথলী বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক উল্টে খাদে পড়ে তপন মিয়া (২০) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তপন মিয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের রাশি মিয়ার ছেলে। তিনি ওই ট্রাকটির চালকের সহকারী ছিলেন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান জানান, ঢাকা থেকে সয়াবিনের ভুসিবোঝাই ট্রাকটি জেলার শিবালয় উপজেলার আড়পাড়া এলাকার মেগা ফিড কারখানায় যাচ্ছিল। ভোরে এটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
নাজমুল আহসান জানান, দুর্ঘটনার পরপরই চালক চালিয়ে যায়। পরে ভুসি সরিয়ে ও রেকার দিয়ে ট্রাক উদ্ধার করলে সাড়ে ৯টার দিকে সেখানে তপনের লাশ পাওয়া যায়। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।