দারিদ্র্যের অভিশাপ ঘুচিয়েছেন শেখ হাসিনা
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন।
আজ শনিবার জামালপুর শহর বাইপাস সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
‘দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন। কারণ শেখ হাসিনা দেশকে পাল্টে দিয়েছেন। তিনি আমাদেরকে ভিক্ষুকের জাতির বদনাম ঘুচিয়ে ভিক্ষাদাতা দেশে পরিণত করেছেন। দরিদ্রতার অভিশাপ ঘুচিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন ভালো আছে’, বলেন পাট প্রতিমন্ত্রী।
মির্জা আজম বলেন, ‘পিছিয়ে থাকা জামালপুরের উন্নয়নে আমি সবকিছু করতে প্রস্তুত। দরিদ্র বদনাম ঘুচিয়ে জামালপুরকে সমৃদ্ধ, উন্নত ও মডেল জেলা করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে যে উন্নয়ন কাজ পাইপলাইনে রয়েছে তা বাস্তবায়ন হলে জামালপুরের চেহারা একেবারেই পাল্টে যাবে।’
২৮ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার বাইপাস সড়কের কাজটি বাস্তবায়ন করে জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বাইপাস সড়কটি বাস্তবায়ন হওয়ায় একদিকে যেমন জামালপুর শহরের যানজট কমবে, অন্যদিকে জেলার চারটি উপজেলাসহ বগুড়া, কুড়িগ্রামসহ উত্তরের বেশ কয়েকটি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।