শশাক্ষেতের সাথে শত্রুতা!

চুয়াডাঙ্গা সদর উপজেলার মহম্মদ জম্মা গ্রামের কওদাপাড়ার বেলে মাঠে এক কৃষকের দেড় বিঘা জমির শশাক্ষেত দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শত্রুতা করে এক কৃষকের দেড় বিঘা জমির শশাক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে উপজেলার মহম্মদজম্মা গ্রামের কওদাপাড়ার বেলে মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক জামাত আলী (৬০) এনটিভি অনলাইনকে জানান, সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তাঁর জমির শশাক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর অন্তত এক লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শশাক্ষেত বিনষ্ট করার পাশাপাশি চিঠি দিয়ে ছেলে আকরামুলকে (২৫) হত্যার হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন জামাত আলী। তিনি বলেন, টোকাই মাস্তানের নামে এই চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।
কুতুবপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।