নরসিংদীতে এনটিভির যুগপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/04/photo-1436028561.jpg)
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে আজ শনিবার নরসিংদীতে বাদ্য বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহার নেতৃত্বে আজ বেলা ১১টায় শহরের প্রেসিডেন্সি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস, প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোবারক হোসেন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন বর্মণসহ প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস বলেন, আধুনিক ও ভিন্নমাত্রার অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে এনটিভি সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করে নিয়েছে।