হিলি সীমান্তে ফেনসিডিলসহ আটক ১১

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এঁদের মধ্যে একজন নারী রয়েছেন। আজ শনিবার সকালে তাঁদের সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দামুদারপুরের আজিজুর (৫০), শাহিনুর (১৮), আমিনুল (৪৫), হাকিমপুর উপজেলার মংলাপাড়ার সাইদুর (৩০), সাদ্দাম (২৪), বালুরচরের হামিদ (২৫), ফকিরপাড়ার নুর ইসলাম (৪৫), দক্ষিণপাড়ার জাইদুর (৩৫), শাহিনুর বেগম (৩৫), নবাবগঞ্জের জাটিহারের বিপ্লব (২০) ও কুষ্টিয়ার ইউনুছ (২৮)।
হিলি সিপি ক্যাম্পের সুবেদার আবদুল জোব্বার জানান, ভোরে সীমান্তের ফকিরপাড়া ও বোয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রত্যেকের কাছ থেকে এক লিটার থেকে ১০০ মিলিলিটার পর্যন্ত ফেনসিডিল পাওয়া গেছে।