মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল

দেশের সব মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিলের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
এই রায়ের ফলে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্দিষ্ট থাকবে।
আদালতে মুক্তিযোদ্ধা কোটার পক্ষের আইনজীবী ও সাবেক বিচারপতি সিকদার মকবুল হক আপিল বিভাগের এ আদেশের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে সরকার ২ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখেছে।
এই কোটার পরিমাণ বাড়ানোর জন্য মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে আদালত গত বছরের ৬ মার্চ মেডিকেল কলেজে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার রায় বহাল রাখার আদেশ দেন বলে জানান আইনজীবী।