দাম্পত্য কলহ, স্ত্রীর ওপর এসিড!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গতকাল রোববার দিবাগত রাতে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ গৃহবধূ সুমতি রানী দাস অভিযোগ করেছেন, দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্বামী কমল চন্দ্র দাসই তাঁর ওপর এসিড মেরেছেন।
এদিকে ঘটনার পর থেকে পলাতক কমল চন্দ্রকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গতকাল রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সুমতি রানী দাস। দিবাগত রাত ৩টার দিকে ঘরের জানালা দিয়ে কেউ তাঁর শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সুমতির চিৎকার শুনে বাড়ির লোকজন রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সুমতির মুখ ও বুক থেকে পেট পর্যন্ত দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।