মোংলা কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায়

বাগেরহাটের মোংলা কাস্টম হাউসের ২০১৬-২০১৭ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বিগত কয়েক বছর ধরে মোংলা বন্দর দিয়ে পণ্য হ্যান্ডেলিং বেড়ে যাওয়ায় কাস্টমসের আয়ও বেড়েছে।
মোংলা কাস্টম কর্তৃপক্ষ জানায়, ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় তিন হাজার কোটি টাকা। কিন্তু ওই অর্থ বছরে প্রায় তিন হাজার ৩৩ কোটি টাকা আয় হয়েছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে আয় হয়েছিল প্রায় দুই হাজার ৯৬৮ কোটি টাকা, আর ২০১৪-২০১৫ অর্থ বছরের আয় ছিল প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মারগুব আহমদ বলেন, এ আয়ের শতকরা ৬০ ভাগই এসেছে মোংলা বন্দর দিয়ে আমদানি করা রিকন্ডিশন গাড়ি থেকে। এ ছাড়া অন্যান্য আমদানি-রপ্তানি পণ্যসহ বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন ধরনের মালামালের নিলাম থেকে বাকি টাকা আয় হয়েছে। বিগত কয়েক বছর ধরে মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য হ্যান্ডেলিং বৃদ্ধি পাওয়ায় কাস্টমসের রাজস্ব আদায়ের পরিমাণও ক্রমেই বেড়ে চলেছে। আগামীতেও কাস্টমসের আয় আরো বেশি বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।