টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে দম্পতির লাশ

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর গ্রামে সেপটিক ট্যাংক থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ওই দুজন হলেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাস (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাস (৫০)।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নিহত অনীল স্ত্রীকে নিয়ে বাড়িটিতে থাকতেন। তাঁদের একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
পুলিশের ভাষ্য, আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বাড়িতে গিয়ে দুজনকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে অনীল ও তাঁর স্ত্রীর লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজমুল হক ভূঁইয়া জানান, গতকাল রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা দুজনকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।