হুমকি দিয়ে বিএনপির মনোবল ভাঙা যাবে না : রিপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436795392.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ট্রাইবুন্যালে বিচারের হুমকি দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভাঙা যাবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
urgentPhoto
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘যারা বাগাড়ম্বর করেন যে খালেদা জিয়ার বিচার ঈদের পর ট্রাইবুন্যালে হবে, তাঁদের আমি মনে করিয়ে দিতে চাই নিজের বিচারের জন্য কী রায় হবে সেটার জন্য প্রস্তুত থাকুন। কোনো ধরনের হুঙ্কার দিয়ে, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হবে, স্পেশাল ট্রাইবুন্যালে বিচার করা হবে- এসব কথাবার্তা বলে বিরোধী দলের মনোবল ভাঙা যাবে না। কারণ আমরা জানি, যে অভিযোগ নিয়ে সরকার এ স্পেশাল ট্রাইবুন্যালের কথা বলছেন, অভিযোগটি একেবারেই মিথ্যা।’
নাশকতা কে করেছে তা প্রমাণে জাতিসংঘের অধীনে তদন্তের আবারও দাবি জানান আসাদুজ্জামান রিপন। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘যাদের সাথে জনগণ আছে তাদের ধ্বংস করা যাবে না।’ মিথ্যা মামলায় বিএনপি নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে- এমন অভিযোগ করে ঈদের আগেই তাদের মুক্তির দাবি জানান তিনি।
এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।