কুড়িগ্রামে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
কুড়িগ্রামে যুবককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আলাদত।
আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান (২২)।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) এস এম আব্রাহাম লিংকন।
এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার সময় উলিপুর উপজেলার দক্ষিণ সাদুল্লা হাজিপাড়া গ্রামের রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে সম্পর্ক হয় উমানন্দ গ্রামের মৌসুমী আক্তার মনির। এর দু-তিন মাস আগে আসামি জিয়াউর রহমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মনি। এরপর জিয়াউর রহমান তাঁর এক বন্ধুর সহায়তায় রাশেদের বাড়ির সামনে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন।
পরে নিহতের বাবা মৌলভী মো. আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষের সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় দেন।