জনদুর্ভোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাঁরা (সরকারের অন্য মন্ত্রী) বলছেন যে খাদ্য ঘাটতি নেই কিন্তু অর্থমন্ত্রী বলেছেন খাদ্য সংকট চলছে। সরকার যারা পরিচালনা করছে তাদের মধ্যে কথার যে অসঙ্গতি সে অসঙ্গতি থেকেই মনে হয় জনদুর্ভোগ মোকাবিলা করার জন্য তাদের কোনো প্রস্তুতি নেই। বরং দুঃশাসনকে দীর্ঘায়ু করার জন্য তারা নানা ষড়যন্ত্রে এগিয়ে আছে।’
আজ সোমবার কুড়িগ্রাম পৌরসভার হানাগর এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বন্যা নিয়ে সরকারের ক্ষমতাসীন বা মন্ত্রী কারো কোনো ধরনের আমরা উদ্যোগ দেখি না। বরং ষোড়শ সংশোধনীর বাতিলের যে রায় সেই রায়টি নিয়েই তাদের লাফালাফি করতে দেখেছি।’
রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন এবং তিনিই চালু করেছেন। পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে এসব চালু করেন। সেখানে আওয়ামী লীগেরও পুনর্জীবন হয়।
রুহুল কবির বলেন, ‘আওয়ামী লীগ নেতারা সব সময় অসত্য কথা বলে, বানোয়াট কথা বলে এবং বিভ্রান্তিকর কথা বলে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বলেছেন ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম হয়। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। তার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নন। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল বহুদলীয় গণতন্ত্র। কিন্তু স্বাধীনতার পরে এ দেশেরই একটি দল গণতন্ত্রকে হত্যা করে এমনকি আওয়ামী লীগকেও হত্যা করে বাকশাল কায়েম করে। আর বাকশালের গুহা থেকে আওয়ামী লীগকে নতুন জীবন দিয়েছেন শহীদ জিয়াউর রহমান।’
রিজভী জানান, বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ত্রাণ কমিটি করা হয়েছে এবং সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণের সময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যেও ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী।