ভারতের প্রতিনিধিদল আসছে বৃহস্পতিবার

ভারত-বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহল বিনিময়, সেখানকার বাসিন্দাদের স্থানান্তরসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুই দিনব্যাপী একটি বৈঠক শুরু হচ্ছে কাল।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকটি শুরু হবে। এতে যোগ দিতে ইন্ডিয়া-বাংলাদেশ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের ভারতীয় প্রতিনিধিদলটি আজ বাংলাদেশে এসে পৌঁছাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম। ভারতের ১৯-২১ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
ওই সূত্র জানায়, বৈঠকে স্থলসীমান্ত চুক্তির আওতায় ছিটমহল বিনিময় ছাড়াও ছিটমহল থেকে মূল ভূখণ্ডে ফিরিয়ে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সহায়তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
ওই সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলগুলোতে ৪০ হাজার ৮০০ নাগরিক আছে। এদের মধ্যে ৯৭৯ জন ভারত যেতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের কী প্রক্রিয়ায় ভারতে নেওয়া হবে, সে বিষয়টি বৈঠকে আলোচিত হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ৭ মে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের নিম্নকক্ষ পার্লামেন্ট লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগের দিন বিলটিতে সমর্থন দেন রাজ্যসভার সদস্যরা।
এরপর ৬ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থলসীমান্ত চুক্তির নথি হস্তান্তর করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদ্বয়। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। ওই সময় উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।