বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের হাঁস-মুরগি দিল বিএনপি
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে হাঁস-মুরগি ও খাঁচা বিতরণ করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে ১০০ ক্ষতিগ্রস্ত নারীর মধ্যে ৪৫০টি হাঁস-মুরগি বিতরণ করা হয়।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, লালন-পালনের জন্য ৫০ জন নারীকে ২৫০টি মুরগি এবং ৫০ জনকে ২০০টি হাঁস দেওয়া হয়। এর মধ্যে একজনকে চারটি করে মুরগি ও একটি করে মোরগ দেওয়া হয়। আর অপর ৫০ জনের প্রত্যেককে তিনটি করে হাঁস ও একটি করে মাদি হাঁস দেওয়া হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে এই হাঁস-মুরগি বিতরণ করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক দুর্যোগ ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, খাদ্য সব লুটপাট হয়েছে, তাই সরকারি গোডাউনগুলো সব ফাঁকা বলেই সরকার বন্যার্ত মানুষকে সাহায্য সহযোগিতা না করে শুধু ফাঁকা বুলি ছোড়ে। আর বিএনপি রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে গেলে তা দিতে দেয় না, ট্রাক আটকে দেয়।
আসাদুল হাবিব দুলু আরো বলেন, এ সরকার প্রথমে মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের ঘোষণা দেয়, পরে বাংলাদেশের মানুষ যখন ফুঁসে ওঠে তখন সীমান্ত খুলে দেয়। আর এখন প্রধানমন্ত্রী লোকদেখানো মায়াকান্না করছেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেন, ‘৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগের লুটপাটের কারণে। আর ২০১৭ সালেও অবস্থা একই পর্যায়ে নিয়ে এসেছে। দুঃসময়ে বিএনপি জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে।’
বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, মহিলা দলের আহ্বায়ক রেহানা খানম বিউটিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।