জামালপুরের সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার ইন্তেকাল
জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শফিকুল ইসলাম খোকা জামালপুরের রাজনৈতিক অঙ্গনে প্রিয়মুখ ছিলেন। বাকশালের মনোনয়নে তিনি জামালপুর পৌরসভার চেয়ারম্যান ও ১৯৮৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলের প্রার্থী হিসেবে জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দেন শফিকুল ইসলাম। সেই থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শফিকুল ইসলাম খোকা জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
এদিকে, সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।