বিএনপির সঙ্গে সংলাপ প্রয়োজন নেই : খাদ্যমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সঙ্গে কোনো সংলাপ প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের মানুষ রয়েছে। তাই বিএনপির সঙ্গে সংলাপের দরকার নেই।
আজ শনিবার দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠে (বালুর মাঠ) স্থানীয় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীর চর থানাধীন ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিল আজ সকাল ১০টায় শুরু হয়।
কামরুল ইসলাম বলেন, ‘আমরা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী বিশ্ব জনমত গড়ে তুলেছেন। বিশ্ব জনমত আজ বংলাদেশের পক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে।’
সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জান্নাতুর রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মুরসালিন আহম্মেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক, মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, গাজী মাজাহারুল ইসলাম, খন্দকার আরিফুজ্জামান, আলতাব হোসেন প্রমুখ।