রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন। আজ রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সেখানে যাচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে ঘাড়ের নার্ভ ও বুকের সমস্যায় ভুগছেন। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।
ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান মির্জা ফখরুল। এর পর তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালেও চিকিৎসা নেন।