আব্দুল মান্নান ভূইয়ার মৃত্যুবার্ষিকী পালিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/28/photo-1438103191.jpg)
বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : এনটিভি
বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় শোকযাত্রা, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিবপুর বাসস্ট্যান্ড হতে শোকযাত্রা বের হয়। শোক র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল মান্নান ভূইয়ার নিজ বাসভবনে গিয়ে শেষ হয়।
এ সময় নিজ বাড়িতে সমাহিত মান্নান ভূইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শিবপুরের আপামর জনতা।
পরে আব্দুল মান্নান ভূইয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি পরিষদের প্রধান সমন্বয়ক মোফাজ্জল হোসেন খান প্রমুখ।