‘পেট্রলবোমা নিক্ষেপের সময়’ গুলি, বিএনপি নেতা নিহত

মাগুরার শালিখায় ‘পেট্রলবোমা নিক্ষেপের সময়’ পুলিশের গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তাঁর নাম কাজী মশিয়ার রহমান (৪০)। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়ঘরিয়া হাজামবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ছয়ঘরিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ কয়েকজন ব্যক্তি টহল পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শর্টগানের গুলি ছুড়লে কাজী মশিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’
ঘটনাস্থল থেকে চারটি পেট্রলবোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিন মজিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘মশিয়ারকে পুলিশ মৃত অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসে। তাঁর পায়ে ও কোমরের নিচে গুলির চিহ্ন আছে।’
নিহত মশিয়ারের ছেলে কাজী নয়ন হোসেন অভিযোগ করেন, সন্ধ্যায় ছয়ঘরিয়া এলাকার একটি চায়ের দোকান থেকে ওসি বিপ্লবের নেতৃত্বে একদল পুলিশ আমার বাবা ও স্থানীয় বাসিন্দা রফিকুল পাটওয়ারীকে ধরে নিয়ে যায়। পরে তারা আমার বাবাকে গুলি করে মেরে ফেলেছে।’
শালিখা থানার পুলিশ জানায়, রফিকুল ইসলাম পাটোয়ারী নামে কাউকে পুলিশ আটক করেনি।