১০ বছরে বাংলাদেশ আইসিটি টাইগার হবে : অর্থমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/29/photo-1509292608.jpg)
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১০ বছরে বাংলাদেশ আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) টাইগার হিসেবে আবির্ভূত হবে। সরকারের বাস্তবমুখী পরিকল্পনার কারণে এরই মধ্যে এ খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আজ রোববার ইমপ্যাক্ট বাংলাদেশ ফোরাম শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘৯ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার অন্তর্ভুক্ত করেছিলেন। এখন আমরা বলতে পারি যে, বাংলাদেশ আইসিটি যুগে প্রবেশ করেছে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ আইসিটি টাইগার হিসেবে আবির্ভূত হবে।’ অনলাইনে লেনদেন সম্পর্কে তিনি বলেন, এতে ৭৫ শতাংশ ব্যয় হ্রাস পেয়েছে। আইসিটি স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বক্তৃতা করেন।
ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও ডিসিসিআই যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ক্ষমতায় আসার পরপরই বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলশ্রুতিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটিতে উন্নীত হয়েছে, যা আট বছর আগে ছিল ১০ লাখ। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে সব ইউনিয়ন ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ২০ লাখ দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এ ছাড়া এ সময়ের মধ্যে আইসিটি খাতে ১০ হাজার পণ্য উন্নয়নের পরিকল্পনা রয়েছে।