অন্ধকার ছেড়ে আলোর পথে ১৮৯ জন
অন্ধকার ছেড়ে আলোর পথে পা বাড়িয়েছেন জামালপুর জেলার ১৮৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে তাঁরা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।
এ উপলক্ষে মাদকসেবী ও ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান বলেন, স্বেচ্ছায় মাদক ছেড়ে দেওয়া সবার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
মোখলেছুর রহমান আরো বলেন, মাদকের ব্যাপারে পুলিশকে জিরো টলারেন্সে থাকতে হবে। ক্ষমতাসীন দলের কোনো নেতা এমনকি পুলিশের কোনো দুষ্টু সদস্যও মাদকের সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাদকসেবী নাসির উদ্দিন, ফাটাকেস্ট গেল্যা, মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামানসহ সাতজন বক্তব্য দেন। তাঁরা বলেন, মাদক তাঁদের ও তাঁদের পারিবারিক জীবন ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। তাঁরা এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে খুশি।