বনানীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তের গুলিতে আদম ব্যবসায়ীর নিহতের ঘটনায় আজ বুধবার সন্ধ্যায় থানায় একটি মামলা করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন সন্ধ্যায় এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আদম ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মুন্সী নিহতের ঘটনায় তাঁর স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ২৩।
আবদুল মতিন আরো বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর। সব দিক মাথায় রেখেই ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে এরই মধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। আশা করছি খুব দ্রুতই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
গতকাল মঙ্গলবার বনানীতে রাত ৯টার দিকে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি করে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিকুর রহমান মুন্সীকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলিতে আহত হয়েছেন আরো তিনজন। নিহত সিদ্দিকুর রহমান জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান মুন্সী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।