চতুর্থ দফায় তিন দিনের রিমান্ডে রিজভী

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চতুর্থ দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে রিজভীকে আদালতে হাজির করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই সাথে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রিজভীর চিকিৎসাসেবা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। আর গ্রেফতারের পর ১ ফেব্রুয়ারি তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয় তিন নারীসহ ২৯ জন যাত্রী। পরে হাসপাতালে একজন মারা যান। এই ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কে এম নুরুজ্জামান ২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং রিজভীসহ বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করে দুটি মামলা করেন।