ব্রহ্মপুত্রসহ সব নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি
ব্রহ্মপুত্রসহ জামালপুরের সব নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
এই দাবিতে আজ বুধবার সকালে শহরের ফৌজদারী মোড় এলাকায় ব্রহ্মপুত্র তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূটি পালন করেন পবার জামালপুর শাখার সদস্যরা।
মানববন্ধন থেকে জানানো হয়, ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদী থেকে অসংখ্য ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির প্রভাবশালী বালু ব্যবসায়ী। এভাবে বালু উত্তোলনের ফলে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ। তাই অবিলম্বে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানানো হয়। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেয় পরিবেশ বাঁচাও আন্দোলন।
সংগঠনটির জামালপুর শাখার সভাপতি শফিক জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পবার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোরশেদ, সাংবাদিক এম এ জলিল, জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোকেট ইমরুল হোসেন অঙ্কুর, প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।