ভয়ঙ্কর মানবতা লাঞ্ছিত রাজনৈতিক পরিবেশে বাস করছি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতা লাঞ্ছিত একটি রাজনৈতিক-সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছি। এই লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটার বিহীন সরকার।’
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, সংবাদমাধ্যমে দৃষ্টি দিলেই দেখা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষ।
বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে হত্যা-গুম করছে জানিয়ে রিজভী আরো বলেন, এটি শুধু বিরোধী দল ও মতের প্রতি নয়। সরকারের সঙ্গে কারো যদি মতপার্থক্য হয়, তাহলে এই সরকারের দ্বারা গুমের শিকার হচ্ছে, অপহরণের শিকার হচ্ছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে।
বিএনপি নেতা রিজভী জানান, আগামীকাল ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে বিএনপি মানববন্ধন পালন করবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবিসহ দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আবদুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এস এম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল।