ব্লগার ও শিশু হত্যা রাজনৈতিক, পুলিশকে শিল্পমন্ত্রীর ধন্যবাদ

ব্লগার ও শিশু হত্যার ঘটনা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যে অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারাই এখন দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতিরোধ ও প্রতিহত করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ইতিপূর্বেও এসব অপশক্তির অপতৎপরতা রোধ করেছে, এবারও সেভাবে প্রতিহত করবে।’
শিল্পমন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কমিটির সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আমীর হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘আমরা আজকের বৈঠকে মানবপাচার, মাদকের প্রবেশ রোধ এবং ব্লগার ও শিশু হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছি। পাশের দেশ থেকে যেন মাদকদ্রব্য আমাদের দেশে না আসে সে জন্য ওই দেশের সঙ্গে আলোচনা করে এটা স্থায়ীভাবে কীভাবে বন্ধ করা যায় তার ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পাসপোর্ট জালিয়াতি ও ভূমিদস্যুতা-চাঁদাবাজি রোধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।’
সম্প্রতিক সময়ের শিশু ও ব্লগার হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘এগুলো রাজনৈতিকভাবে ঘটানো হচ্ছে। এর আগে যেসব ব্লগার নিহত হয়েছেন, তাদের হত্যাকারীদের কয়েকজনকে ধরা হয়েছে। জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। সিলেটে শিশু রাজন হত্যাকারীদের, খুলনায় রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ব্লগার এবং শিশু হত্যার ঘটনায় মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য আমরা আলোচনা করেছি। এ ঘটনায় যারা জড়িত আছে, তাদের যেন কঠোর ও দৃষ্টান্তমূলক শান্তি হয় সে জন্য আমরা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।’
এসব ঘটনা সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও এ সময় জানান আমীর হোসেন আমু। এ ছাড়া ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আগেও ধন্যবাদ দিয়েছি, এখনো ধন্যবাদ দিচ্ছি কারণ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করেছিল এই বাহিনী তাদের প্রতিহত ও প্রতিরোধ করেছে। এই কারণে আজকের বৈঠক থেকেও তাদের ধন্যবাদ দেওয়া হয়েছে। ব্লগার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে দেশকে যেন আর কেউ অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে তাদে নির্দেশ দেওয়া হয়েছে।’