শিশু হত্যার দায়ে সৎ বাবাকে মৃত্যুদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/10/photo-1439217605.jpg)
কক্সবাজারে তিন বছরের শিশু সুমি হত্যার দায়ে তার সৎ বাবাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার এই রায় দেন।
রায় শুনে আদালতে উপস্থিত থাকা আসামি আবদুল গফুর অচেতন হয়ে পড়ে যান। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের তাজিয়া কাটা গ্রামে। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের তিন বছরের মেয়ে সুমিকে হত্যার দায়ে তাঁকে আজ সাজা দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৩ সালের ১৯ এপ্রিল সন্ধ্যায় আবদুল গফুর সুমিকে নিয়ে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘোনারপাড়ায় দ্বিতীয় স্ত্রী তৈয়বা বেগমের বাড়ি থেকে ফিরছিলেন। বেড়িবাঁধ দিয়ে একই ইউনিয়নের তাজিয়া কাটায় নিজ বাড়িতে যাওয়ার পথে পা পিছলে সুমি পড়ে যায়। এ সময় গফুর সুমিকে লাথি দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে সুমিকে পাথর চাপা দিয়ে গফুর পালিয়ে যান এবং এই ঘটনা তৈয়বাকে ফোন করে জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে স্বজনরা সুমির লাশ উদ্ধার করে।
পরের দিন ২০ এপ্রিল মা তৈয়বা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা করেন। এরপর ২২ এপ্রিল গফুরকে গ্রেপ্তার করা হয়। গফুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ গফুরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
আদালত দীর্ঘ শুনানি ও জেরা শেষে আজ সোমবার দুপুরে এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত থাকা গফুর অচেতন হয়ে পড়ে যান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি দিলীপ কুমার ধর। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শামসুল ইসলাম কুতুবী।