রাজধানীতে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর কাফরুল থানা এলাকায় সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় এ ঘটনা ঘটে।
urgentPhoto
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মোরসালিন ও খালেক।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিজ বাসার সামনে বসে চা খাচ্ছিলেন রুবেল মিয়া। এ সময় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।
এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এনটিভিকে বলেন, ‘চিল্লাচিল্লি শুইনা দৌড়ায়া গেছি। গিয়া দেখি, দেয়ালের সামনে পইড়া আছে। পরে আমি আর ফারুক নামের একটা ছেলে—দুইজনে ধইরে নিয়ে আল হেলালে (আল-হেলাল হাসপাতালে) উঠাইছি।’
ওই ব্যক্তি আরো বলেন, ‘কামালরে আর কালা ফারুককে দৌড়াই যাইতে দেখছি। চাপাতি ছিল।’
স্বজনদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা রুবেলকে হত্যা করেছে। তাঁর এক ভাই বলেন, ‘কাউন্সিলর পদে নির্বাচন করছিল এবার। মানে সরকার মনোনয়ন যাকে দিসে, তার বিপক্ষে নির্বাচন করছিল। এর পরের থেকেই ওর (রুবেল) শত্রুতা বাড়ছে।’
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘আমরা সন্দেহজনকভাবে দুজনকে গ্রেপ্তার করছি। এ ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করতাছি। পরবর্তী তথ্য পাওয়া গেলে তার পরে আইনগতভাবে যেভাবে আসে, সেভাবে ব্যবস্থা নিব।’